ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচদিন পর আখাউড়া ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
পাঁচদিন পর আখাউড়া ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু 

ব্রাহ্মণবাড়িয়া: বন্যার কারণে পাঁচদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে।  

সোমবার (২৬ আগস্ট) দুপুর থেকে যাত্রী পারাপার শুরু হয়।

এতে স্বস্তি প্রকাশ করেছেন ভারত ও বাংলাদেশে যাতায়াতের অপেক্ষায় থাকা যাত্রীরা। গেল ২১ আগস্ট ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে তলিয়ে যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। এরপর থেকে বন্ধ হয়ে যায় ইমিগ্রেশনের সব কার্যক্রম। এতে ভারতে আটকা পড়েন অনেক বাংলাদেশি। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক যাত্রীরাও যেতে পারেননি।

যাত্রীরা জানান, বন্যার কারণে আখাউড়া ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের যাত্রীদের দুভোর্গে পড়তে হয়। পাঁচদিন পর ইমিগ্রেশন চালু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।  

তবে যাত্রীদে দাবি, আন্তর্জাতিক চেকপোস্ট হিসেবে আখাউড়া ইমিগ্রেশনের আরও উন্নয়ন প্রয়োজন।

আখাউড়া ইমিগ্রেশনের ইনচার্জ খায়রুল আলম জানান, ২১ আগস্ট অফিসে পানি ঢুকে নেটওয়ার্ক অচল হয়ে পড়ায় ইমিগ্রেশন বন্ধ হয়ে যায়। পরে ঢাকার পুলিশের বিশেষ শাখা থেকে টিম এসে কারিগরি ত্রুটি মেরামত করে সচল করার পর ইমিগ্রেশন কার্যক্রম শুরু হলো। সোমবার দুপুরে ইমিগ্রেশন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।