ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আনসারদের ‌‘রেস্ট প্রথা’ বাতিল হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
আনসারদের ‌‘রেস্ট প্রথা’ বাতিল হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা: আনসারদের বাতিল ‘রেস্ট প্রথা’ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।  

তিনি বলেন, আমরা তিন উপদেষ্টা এবং অন্যান্য সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, এখন থেকে আনসারদের ‘রেস্ট প্রথা’ থাকবে না৷

রোববার (২৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একইসঙ্গে অন্যান্য দাবি-দাওয়াগুলো নিয়ে একটি কমিটি করা হবে৷ এই কমিটি সবকিছু পর্যালোচনা করে আমাদের কাছে প্রতিবেদন পাঠাবে৷ সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে আমরা একটি সিদ্ধান্ত নেবো৷

রেস্ট প্রথা নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতি তিন বছর চাকরির পর আনসার সদস্যদের ছয় মাস রেস্টে থাকা লাগে৷ এই ছয় মাস পর তারা আবার জয়েন করেন৷ এই ছয় মাস তাদের খুব মানবেতর জীবনযাপন করতে হয়৷ নিয়োগ বিধিমালা থেকে এই প্রথা বাতিল করে কিভাবে তাদের চাকরিতে রেগুলার করা যায় সে প্রক্রিয়ায় কাজ করা হচ্ছে৷ সাধারণ আনসারদের মধ্যে চার জন প্রতিনিধি নিয়ে আগামী সাত দিনের মধ্যে তারা একটি সুপারিশ দেবেন৷ 

এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, যেহেতু একটি কমিটি হয়েছে সেহেতু তারা বিচার বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে৷ আমাদের একটি জাতীয় সংকট চলছে৷ আমাদের অনেক দিকে কাজ করা লাগছে৷ এই দুর্যোগ সময়েও এই সুপারিশ কমিটি সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে৷ আনসার ভাইদের যে সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করে একটি যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাবো৷ তবে প্রাথমিকভাবে তাদের রেস্ট প্রথা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ 

এদিকে উপদেষ্টার সাথে বসা প্রতিনিধিদলের সদস্যরা জানান, আমরা উপদেষ্টার সাথে কথা বলেছি৷ তিনি খুব আন্তরিক ছিলেন৷ আমরা দেশের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করছি৷ 

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ২৫,২০২৪
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।