ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

রাঙামাটি: কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে ঝুলন্ত সেতু দিয়ে পারাপারে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

কাপ্তাই হ্রদে আজ পানি রয়েছে ১০৫ দশমিক ৮৪ মিনস সি লেভেল। হ্রদে পানি বেশি থাকায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। বর্তমানে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এবারের বন্যায় জেলার বাঘাইছড়ি উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দশ হাজারের মতো মানুষ পানিবন্দি রয়েছে। তবে আজ থেকে পানি কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।  

বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনী এবং স্থানীয় বিএনপির নেতারা খাবার সরবরাহ করছেন। এই উপজেলার পর্যটন নগরী সাজেকের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা সচল হয়েছে। যদিও অনেক পর্যটক নৌকাযোগে পার হয়ে সাজেক ছেড়ে গেছেন।

তবে খাগড়াছড়ির দীঘিনালা সড়কে এখনো পানি থাকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। আজ বিকেলের মধ্যে যান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।  

বন্যায় লংগদু উপজেলার নিম্ন এলাকার বাসিন্দারা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানি নেমে গেলেও দীঘিনালার মেরুং সড়কে পানি থাকায় খাগড়াছড়ির সাথে যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে।  গতকাল বিকেলে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের কুকুরমারা এলাকায় চেঙ্গী নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।