ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা 

খাগড়াছড়ি: নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ ও অসহায় ৯২ পরিবারের মাঝে বিভিন্ন মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালে মাটিরাঙ্গা জোনে এই সহায়তা দেওয়া হয়।

বিতরণকৃত সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, আটা, ছোলা, লবণ ও সয়াবিন তেল।

প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। এছাড়া ইসলামপুর এলাকায় একটি যাত্রীছাউনির উদ্বোধন করেন তিনি।

এদিকে মাটিরাঙ্গার বাইল্যাছড়িতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সাড়ে সাতশ পাহাড়ি ও বাঙালি এই চিকিৎসাসেবা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।