ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
লালপুরে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু সংগৃহীত ফাইল ছবি

নাটোর: ট্রেন চলাচলের প্রথম দিনেই নাটোরের লালপুরে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় মো. শরিফুল ইসলাম (৪০) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার গোপালপুর রেলগেটের অদূরে বৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শরিফুল উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত সাদের আলীর ছেলে ও লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।  

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।