ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি ফিরিয়ে দিয়ে পুরস্কৃত দুই শিশু  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি ফিরিয়ে দিয়ে পুরস্কৃত দুই শিশু
 

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে দিয়ে তানভীর (১৩) ও ইয়াছিন (১০) নামে দুই শিশু পুরস্কৃত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় শ্যামনগর থানায় গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমানের হাতে কুড়িয়ে পাওয়া একটি বিদেশি রিভলবার এবং রাইফেল ও বন্দুকের ২৪ রাউন্ড গুলি উঠিয়ে দেয় তারা।

ওই দুই শিশু উপজেলা সদরের হায়বাদপুর গ্রামের আলমগীর হোসেন ও জোবেদা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, খেলার সময় বাড়ির পাশের বাঁশবাগানের মধ্যে এসব গুলি ও অস্ত্র দেখতে পায় শিশু দুটি। পরে তাদের অভিভাবকরা সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেন। সাংবাদিকদের মাধ্যমে তারা গুলি ও রিভলবার নিয়ে থানায় জমা দেয়। এসময় তাদের পুরস্কৃত করে কর্তৃপক্ষ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে দিয়ে দুই শিশু উদাহরণ সৃষ্টি করেছে। সবাই আন্তরিকতার সঙ্গে চেষ্টা করলে শ্যামনগর থানা থেকে লুট হওয়া প্রতিটি জিনিস খুঁজে পাওয়া সম্ভব।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।