ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নতুন দুই উপদেষ্টার দপ্তর বণ্টন 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
নতুন দুই উপদেষ্টার দপ্তর বণ্টন  শপথ নেওয়ার (ফাইল ফটো)

ঢাকা: নতুন শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে।  

রোববার (১১ আগস্ট) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

উপদেষ্টা বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।  

এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সেনাবাহিনী দায়িত্ব নেয়। এরপর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ৮ আগস্ট ড. ইউনূসসহ ১৪ জন শপথ নেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।