ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

নাগরিক অধিকার ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড প্রতিরোধ করবে এই সরকার: অ্যাটর্নি জেনারেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:৫৬ পিএম, আগস্ট ৯, ২০২৪
নাগরিক অধিকার ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড প্রতিরোধ করবে এই সরকার: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ: এই সরকার বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড শক্তভাবে প্রতিরোধ করবে  বলে আশা ব্যক্ত করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান।  

শুক্রবার (৯ আগস্ট) সকালে নিজ গ্রাম ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপারা গ্রামে তার বাবা মরহুম শেখ ইসরাইল মাস্টারের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, দেশের মানুষের অধিকার রক্ষায় যা যা করণীয় তাই করা হবে।

এর আগে সকালে তিনি গ্রামে এলে হাজার হাজার মানুষ তাকে অভিনন্দন জানাতে আসেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
এসএম

বাংলাদেশ সময়: ২:৫৬ পিএম, আগস্ট ৯, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।