ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মন্ত্রী ও আ.লীগ নেতার ঝুট গুদামে ভয়াবহ আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
গাজীপুরে মন্ত্রী ও আ.লীগ নেতার ঝুট গুদামে ভয়াবহ আগুন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী নতুন বাজার জেলখানা রোড এলাকায় মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার ঝুট গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ওই ঝুট গুদামে আগুন লাগে।

এলাকাবাসী জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন নতুনবাজার জেলখানা রোড এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশে আরও পাঁচটি গুদামে ছড়িয়ে পড়ে। ওইসব ঝুট গুদামের মালিক হচ্ছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং আওয়ামী লীগ নেতা শেখ সেলিম (কিং সেলিম)।

এ সময় বিভিন্ন লোকজন গুদাম থেকে বস্তা ভর্তি ঝুট নিয়ে যান। হাজার হাজার মানুষ আগুনের দৃশ্য দেখতে চারদিকে ভিড় জমান। আগুন নেভাতে কেউ চেষ্টা করেননি। বিকেল ৪টা পর্যন্ত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসেনি। গুদামে বিপুল পরিমাণ ঝুট আছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এসব ঝুটের মূল্য আনুমানিক ৫০ কোটি টাকা। ওই গুদামে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
আরএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।