ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রক্তপাত বন্ধে আলোচনার শেষ সুযোগ হাতছাড়া না করতে ইনুর আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
রক্তপাত বন্ধে আলোচনার শেষ সুযোগ হাতছাড়া না করতে ইনুর আহ্বান

ঢাকা: অনির্দিষ্টকালের জন্য সংঘাত, সহিংসতা, রক্তপাত, রাজনৈতিক অনিশ্চয়তা এড়াতে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান ও আলোচনার শেষ সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

রোববার (৪ আগস্ট) জাসদ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

 

বিবৃতিতে হাসানুল হক ইনু দেশের বিভিন্ন স্থানে নতুন করে অনেক প্রাণহানি, রক্তপাত, সংঘাত, সংঘর্ষ এবং সুপরিকল্পিত, সুসংগঠিত, নাশকতা, জঙ্গি হামলা ও ধ্বংসাত্মক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
 
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ ও আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও সরকারসহ সব পক্ষকে ধৈর্য ধারণ এবং সংঘাত, সহিংসতা, রক্তপাত ও রাজনৈতিক অনিশ্চয়তা এড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের আহ্বান ও আলোচনার শেষ সুযোগ হাতছাড়া না করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।