ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দাবি আদায়ে উত্তাল পঞ্চগড়, আ.লীগ কার্যালয়ে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
দাবি আদায়ে উত্তাল পঞ্চগড়, আ.লীগ কার্যালয়ে আগুন

পঞ্চগড়: পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ও একদফা দাবি আদায়ে সারা দেশের মতো পঞ্চগড়ে অসহযোগ আন্দোলনে নেমেছেন ছাত্র-জনতা।

আন্দোলনে অংশ নিতে রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের চৌড়ঙ্গী মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।

এ সময় একদফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় তাদের।  

আন্দোলনকারীদের চিৎকারে উত্তাল হয়ে ওঠে পঞ্চগড় শহর। বিক্ষুব্ধ হয়ে তারা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডসহ কার্যালয়ে থাকা একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন।  

তবে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কোথাও বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সটকে পড়তে দেখা যায়। শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বন্ধ রয়েছে শহরের দোকানপাটও। শহরের প্রতিটি রাস্তা আন্দোলনকারীদের দখলে রয়েছে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পঞ্চগড় আদালত চত্বর থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি চৌড়ঙ্গী মোড়ে এসে জনস্রোতে রূপ নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।