ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে হাওরে গোসলে নেমে যুবক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
কিশোরগঞ্জে হাওরে গোসলে নেমে যুবক নিখোঁজ প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: জেলার করিমগঞ্জ উপজেলায় হাওরে গোসল করতে নেমে রাজন মিয়া (৩২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রাজন কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকার মালেক মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় বড় ভাইয়ের সঙ্গে বড়শি দিয়ে মাছ ধরতে যান রাজন। মাছ ধরা শেষে গোসল করতে হাওরের পানিতে নেমে স্রোতের টানে তলিয়ে যান তিনি। বিষয়টি জানাজানির পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তবে রাতেও তাকে খুঁজে না পাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।