ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

 বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
 বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা শুরু হলে পরিষেবা স্থগিত করে বাংলাদেশ রেলওয়ে। এর এক সপ্তাহ পরে বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে অতি সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু করবে।

বুধবার (২৪ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৫ জুলাই) কারফিউ শিথিল হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ এবং ঢাকা-টঙ্গী রুটে দুটি কমিউটার ট্রেন চলাচল করবে।

তিনি আরও বলেন, আমরা বৃহস্পতিবার পূর্ণাঙ্গভাবে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেব।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এনবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।