ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গুলিতে সাংবাদিক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
রাজধানীতে গুলিতে সাংবাদিক নিহত ফাইল ফটো

ঢাকা: রাজধানীতে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ছররা গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন।

নিহত সাংবাদিকের নাম মেহেদী হাসান।

তিনি ‘ঢাকা টাইমস’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার ছিলেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যার দিকে যাত্রীবাড়ী থেকে দুইজনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর দুইজনকে মৃত ঘোষণা করেন। তার মধ্যে একজন হলেন নিহত সাংবাদিক মেহেদী হাসান। তার মরদেহ শনাক্ত করেছেন তার স্ত্রী।  

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি আরও জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত ছয়জনের মরদেহ এসেছে।  

সূত্র জানায়, হানিফ ফ্লাইওভারের নিচে গুলিবিদ্ধ হয়ে পড়েছিলেন সাংবাদিক মেহেদী হাসান। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তিনি ঘটনাস্থলে দায়িত্বপালনে নিয়োজিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।