ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
চাঁদপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০

চাঁদপুর: কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে শিক্ষার্থীদের অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে চাঁদপুর জেলা। সকাল থেকেই যানবাহন চলাচল ছিল কম।

বিশেষ করে আন্তঃজেলা যাত্রীবাহী বাস চলাচলের সংখ্যা কমে যায়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ উপজেলার টোরাগড় ও আলীগঞ্জ এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এদিকে দুপুর থেকে বিকেলে পর্যন্ত জেলা সদরের বাবুরহাট-মতলব-পেন্নাই সড়ক, শহরের বাসস্ট্যান্ড এলাকা অবস্থান নিয়ে দখলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগানে এলাকা মুখোরিত করে তোলে। যাত্রী না থাকায় বাস চলাচলও বন্ধ থাকে। এই দুই স্থানে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিল।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, লাঠিসোঁটা নিয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। ওইসময় পুলিশ তাদেরকে সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। এতে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

তিনি আরও বলেন, আন্দোলনকারীদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দেসহ পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। এরা সবাই প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।