ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না নুরুলের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না নুরুলের

রাজশাহী: জেলায় ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকারে নুরুল ইসলাম (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে ফজরের নামাজের পরপরই রাজশাহীর পবা উপজেলার মুরারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ওই এলাকার পাতান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন নুরুল। পথে দুর্বৃত্তরা তাকে ধাওয়া দিয়ে পেছন থেকে ধারালো হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে তার আরেক পা কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে তার পরিবার। তবে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল বাশার জানান, নিহত যুবকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এমন নৃশংসতা তা এখনও স্পষ্ট জানা যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এসএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।