ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রশ্ন ফাঁস করে চাকরিতে প্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
প্রশ্ন ফাঁস করে চাকরিতে প্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: প্রশ্ন ফাঁস করে বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশ করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাম্প্রতিক চীন সফর নিয়ে রোববার (জুলাই ১৪) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যখন ধরা পড়েছে, তদন্ত হবে, বিচার হবে। যারা বেনিফিশিয়ারি, যদি তাদের খুঁজে বের করা যায়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। নেব না কেন? তাদের চাকরি করার কোনো অধিকারই থাকবে না।

শেখ হাসিনা বলেন, প্রশ্ন হচ্ছে এদের খুঁজে বের করে দেবে কে? যদি ওরা বলে তখন প্রমাণ করতে পারলে দেখা যাবে। আমি বিশ্বাস করি, এর বেনিফিশিয়ারি যারা, ওদের ধরা উচিত। তাহলে আর ভবিষ্যতে কেউ করবে না।

তিনি বলেন, খুঁজে বের করবে কে? সাংবাদিকরা যদি চেষ্টা করেন, খুঁজে বের করে দেন, ব্যবস্থা নেওয়া যাবে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, হাত যখন দিয়েছি আমি ছাড়ব না। যেখানেই হোক, যে-ই হোক, কেয়ার করি না। এখানে আপন-পর কোনো কিছুই আমি জানি না। আমি যখন জিরো টলারেন্স বলেছি, জিরো টলারেন্স আমি করেই ছাড়ব।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এসকে/এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।