ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ১০ হাজার ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
ভোলায় ১০ হাজার ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার

ভোলা: ভোলার বোরহানউদ্দিনে ৯ হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিন (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ জুলাই) ভোরের দিকে উপজেলার হাকিমুদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক আলাউদ্দিন জেলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী গ্রামের মৃত আজাহার মীরের ছেলে।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম চেকপোস্টে ডিউটিরত অবস্থায় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ৯ হাজার ৮০০টি ইয়াবাসহ আলাউদ্দিনকে আটক করা হয়। ঢাকা থেকে লঞ্চযোগে এসব মাদক ভোলায় আনা হয়েছিল।

মামুন-অর-রশিদ জানান, এটিই এ জেলায় প্রথম সর্বোচ্চ কোনো মাদকের চালান আটক হলো। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মাদলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।