ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
মানিকগঞ্জে হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকা থেকে ১২ গ্রাম হেরোইনসহ মিলন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

রোববার (১৪ জুলাই) জেলা ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

 

গ্রেপ্তার মিলন একই উপজেলার ছোট ঘিওর এলাকার সিরাজ মিয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম মাঝিপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ গ্রাম হেরোইনসহ মিলনকে গ্রেপ্তার করা হয়। মিলনের সঙ্গে থাকা রমজান (৫০) পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যান। গ্রেপ্তার ও পলাতক দুজনের নামেই আদালতে একাধিক মামলা বিচারাধীন এবং নতুন করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা দায়েরেরও প্রস্তুতি চলমান আছে।  

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।