ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
সৈয়দপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামী আটক

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বর্ণা আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট এলাকায় স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত বর্ণার স্বামী আবু বকর সিদ্দিক বাদশা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত বর্ণা ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী ও নীলফামারী সদরের ইটাখোলা ফকিরপাড়ার বেলাল হোসেনের মেয়ে।  

নিহতদের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাদশা মিয়ার সঙ্গে বর্ণার পারিবারিকভাবে দুবছর আগে বিয়ে হয়। গত ১১ জুলাই রাতে বর্ণা তার বাবার সঙ্গে মোবাইলফোনে কথা বলছিলেন। এ সময় হঠাৎ কল কেটে যায়। পরে পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্টা করলে বর্ণার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। মধ্যে রাতে বর্ণার প্রতিবেশীর মাধ্যমে তার স্বজনরা জানতে পারেন তিনি মারা গেছেন। পরে তারা ছুটে এসে তার মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, বর্ণার স্বামী বাদশা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।