ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাহাড় কেটে মাটি বিক্রি, দুজনের দেড় লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
পাহাড় কেটে মাটি বিক্রি, দুজনের দেড় লাখ টাকা জরিমানা

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় কেটে মাটি বিক্রি করার অপরাধে দুজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১০ জুলাই) উপজেলার মডেল টাউন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) শিরীন আক্তার।  

জানা গেছে, উপজেলার মডেল টাউন এলাকায় মো. হারুন এবং শান্তি বিকাশ চাকমা নামের দুজন গোপনে পাহাড় কেটে মাটি বিক্রি করছেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ওই এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ঘটনাস্থলে হারুনকে ৫০ হাজার ও শান্তি বিকাশ চাকমাকে এক লাখ জরিমানা করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাহাড় কাটার সরঞ্জামাদি জব্দ করা হয়।

ইউএন শিরীন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন থেকে লোকচক্ষুর আড়ালে একটি চক্র পাহাড় কেটে বিভিন্ন নিচু জায়গা ভরাটের জন্য মাটি বিক্রি করছে -এমন গোপন সংবাদ পেয়ে সরেজমিন পরিদর্শন করে প্রমাণ পাওয়ায় ওই ওই দোষী ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।