ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় শিক্ষার্থীদের রাজপথ-রেলপথ অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
খুলনায় শিক্ষার্থীদের রাজপথ-রেলপথ অবরোধ

খুলনা: কোটাবিরোধী আন্দোলন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে খুলনায় রাজপথ ও  রেলপথ অবরোধ করেছে সরকারি ব্রজলাল কলেজ (বিএল কলেজ) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজের শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে মহানগরীর নতুন রাস্তা এলাকায় রাজপথ ও রেলপথ অবরোধ করেন তারা।

এ সময় তারা বিভিন্ন কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন।

কোটাবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী সাজেদুল ইসলাম বাপ্পী বাংলানিউজকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা আজকে এক দফা দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের দাবি হচ্ছে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত চাকরিতে সব কোটা বৈষম্যের অবসান চাই। কোটা বৈষম্যের অবসান হবে এর পর আমরা রাজপথ ছাড়বো। এদেশের ছাত্র সমাজের কোনো আন্দোলনে নেমে ফিরে যাওয়ার নজির নেই এবারও আমরা খালি হাতে ফিরে যাবো না।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুলাই ১০,  ২০২৪
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।