ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫, তদন্তের নির্দেশ প্রতিমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২২ পিএম, জুলাই ৭, ২০২৪
রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫, তদন্তের নির্দেশ প্রতিমন্ত্রীর

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।  

প্রতিমন্ত্রী এক শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, প্রতি বছরই বগুড়ায় রথযাত্রা শান্তিপূর্ণভাবে হলেও এবারের ঘটনা মর্মান্তিক।

আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় আমি মর্মাহত।  

প্রকৃত কারণ নির্ণয়ের জন্য তদন্ত কমিটি করার নির্দেশ দিয়ে তিনি বলেন, জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ আরও বাড়াতে হবে।  

রোববার (৭ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার সময় র‌থের সঙ্গে ১১ কে‌ভি লাইনের সঙ্গে সং‌যোগ ঘটে। এ সময় বগুড়া সদর উপ‌জেলার সেউজগাড়ী আমতলা মো‌ড়ে ১১ কে‌ভি লাইনের সঙ্গে বিদ‌্যুতা‌য়িত হ‌য়ে তাৎক্ষণিকভাবে চারজন নিহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হ‌য়ে হাসপাতা‌লে চি‌কিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এমআইএইচ/আরএইচ

বাংলাদেশ সময়: ১১:২২ পিএম, জুলাই ৭, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।