ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অন্য গাড়িতে ধাক্কা, আম বোঝাই পিকআপভ্যান চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
অন্য গাড়িতে ধাক্কা, আম বোঝাই পিকআপভ্যান চালক নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলে গাড়ির পেছনে ধাক্কা দিয়ে আম বোঝাই পিকআপভ্যান চালক আলমগীর হোসেন নিহত হয়েছেন।  

রোববার (৭ জুলাই) সকালে জেলার সদর উপজেলার করটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

আলমগীর হোসেন জেলার ঘাটাইল উপজেলার কোকডহুরা গ্রামের মৃত আমীর আলীর ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো. ইদ্রিচ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, আম বোঝাই একটি পিকআপভ্যান দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে উপজেলার করটিয়া ক্ষুদিরামপুর এলাকায় পৌঁছলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাত একটি গাড়িকে ধাক্কা দিলে চালক তার গাড়িতেই আটকা পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. ইদ্রিচ আলী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে আটকে থাকা অবস্থায় চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।