ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
মাগুরায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে

মাগুরা: দরিমাগুরা এলাকায় উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় মিলেছে। তার নাম তীর্থ রুদ্র।

শহরের পুরাতন বাজার ব্যবসায়ী নিমাই রুদ্রের ছেলে তিনি। তিনি মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

মঙ্গলবার (১ জুলাই) সকালে শহরের দরিমাগুরা এলাকার একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  

তীর্থের বাবা নিমাই রুদ্র জানান, সোমবার রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন তীর্থ। পরে রাত ১টা পর্যন্ত বাড়ি না ফেরায় তিনি মাগুরা সদর থানায় বিষয়টি জানালে তারা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান জানার চেষ্টা করে কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে উদ্ধার হওয়ার পর তীর্থের মরদেহ শনাক্ত করে তার পরিবার।

তিনি আরও জানান, রাত সাড়ে ১০টা থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। আমান নামের তীর্থের এক বন্ধুর কাছ থেকে তিনি জানতে পেরেছেন রাত ৮টার পর তিনজন যুবক শহরের জমজম মার্কেট এলাকা থেকে তীর্থকে নিয়ে যায়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেহেদি রাসেল বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।