ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
আলমডাঙ্গায় ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইট বহনকারী অবৈধযান শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় মুন্না হোসেন (১৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুন) দুপুর ২টার দিকে উপজেলার খাসকররা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না ওই উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের নাসির মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মুন্না মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। খাসকররা বাজারে এলে ইটবহনকারী ট্রলি তার মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ট্রলিচাপায় ঘটনাস্থলেই মুন্নার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, ট্রলি জব্দ করা হয়েছে। তবে চালক দুর্ঘটনার পরই পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।