ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
নীলফামারীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪ প্রতীকী ছবি

নীলফামারী: জেলার কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উপজেলার কেশবা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, কিশোরগঞ্জ ইউপির সদস্য রফিকুল ইসলাম ও তার চাচাতো ভাই মমিনুরসহ অপর ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমিতে
মমিনুরসহ অপর ভাইয়েরা গিয়ে গাছ রোপণ করেন। খবর পেয়ে রফিকুল ইসলাম তাদের বিরোধের সেই জমিতে গাছ রোপণের বিষয়ে কথা বলতে গেলে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের ১৪ জন আহত হয়।

আহতরা হলেন- মৃত আক্কাস আলীর ছেলে ময়নুদ্দিন (৬৯), গোলজার আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৪), আব্দুস সাত্তারের ছেলে জামিনুর (৩৬), মমিনুর (৪০), সেকেন্দার (৪৫), গোলাম রব্বানী (২৯), ফজলে মিয়ার ছেলে হামিদুল (৪৬), দিলদার হোসেন (৩৫), মিলন মিয়া (২৬) একরামুল হকের ছেলে যাদু মিয়া (২১), ফজলে রহমানের ছেলে মোকছেদুল হক (২৯), আব্দুল গফুরের ছেলে সহিদার রহমান (৫০), সাহাব উদ্দিনের স্ত্রী আলেফজন বেগম (৬০) ও দুখা মামুদের স্ত্রী সাহিদা বেগম (৫৫)।

আহতদের সবার বাড়ি কেশবা গ্রামে। তাদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মহিমা রঞ্জন বলেন, আহতদের মধ্যে ১৩ জনের জখম গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। আহতরা চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো
পক্ষই অভিযোগ দায়ের করেনি।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।