ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে অস্ত্রসহ ২৭ মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
বাগেরহাটে অস্ত্রসহ ২৭ মামলার আসামি গ্রেপ্তার

বাগেরহাট: জেলার ফকিরহাটে দেশীয় অস্ত্রসহ ২৭ মামলার আসামি ইমরান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৯টায় উপজেলার লখপুর ইউনিয়নের ছোটখাজুরা নিকারীপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ছয় রাউন্ড রাইফেলের গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ।

পরে তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা দায়ের করেছে ফকিরহাট থানা পুলিশ। এর আগে তার নামে বিভিন্ন অপরাধে ২৭টি মামলা রয়েছে।

গ্রেপ্তার ইমরান ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ছোটখাজুরা নিকারী পাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ইমরান একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ২৭টি মামলা রয়েছে। অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জুন ২৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।