ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নছিমনের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল তরুণের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুন ২২, ২০২৪
নছিমনের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল তরুণের শহিদুল ইসলাম

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের (থ্রি-হুইলার) পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে শহিদুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শহিদুল একই ইউনিয়নের সমেশপুর শাহবটতলা এলাকার নুরাল মণ্ডলের ছেলে।  

শহিদুলের বন্ধু ইখলাস জানান, শহিদুলসহ কয়েকজন শ্রমিক দাদশী ইউনিয়নের কামালপুর এলাকায় এক বাড়িতে ডেকোরেটরের কাজ করছিলেন। দুপুরে খাবার খাওয়ার জন্য ওই বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহিদুল তার নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন দুই সহকর্মী নয়ন ও নীরব। পথে সিংগা নিজাতপুর বাজার এলাকায় এলে সামনে থাকা একটি নছিমনকে তারা ওভারটেক করতে যায়। তবে ওভারটেক করতে না পেরে নছিমনের পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুন ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।