ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে ডোবায় মিলল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুন ২০, ২০২৪
সেনবাগে ডোবায় মিলল যুবকের মরদেহ প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে ডোবা থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২০ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালিয়াকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গ্রামের বালিয়াকান্দি ডিগ্রি কলেজের পার্শ্ববর্তী একটি ডোবায় মৎস্য চাষ করার জন্য লিজ নেন স্থানীয় কিছু যুবক। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই ডোবার কচুরিপানা পরিষ্কার করছিলেন কয়েকজন শ্রমিক। তখন বাদশা নামে এক শ্রমিক কচুরিপানার নিচে এক যুবকের ভাসমান মরদেহ দেখে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গলিত মরদেহটি উদ্ধার করে।  

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, উদ্ধার হওয়া মরদেহের বয়স আনুমানিক ২৫ বছর। ধারণা করা হচ্ছে, এটি ২-৩ মাস আগের হবে। তবে এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।