ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঈদের দ্বিতীয় দিনে বিভিন্ন স্থানে পশু কোরবানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
ঈদের দ্বিতীয় দিনে বিভিন্ন স্থানে পশু কোরবানি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি।

মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকে শহর ও জেলাজুড়ে বিভিন্ন স্থানে পশুগুলো কোরবানি করা হয়।

জানা যায়, শহরে ও বিভিন্ন স্থানে ঈদের দিনকে ঘিরে কসাই পাওয়া কষ্টকর হয়ে যায়। কসাই এর বাড়তি ঝামেলা এড়াতে অনেকে দ্বিতীয় দিনে কোরবানি করে থাকেন। এর মধ্যে অনেকে ঈদের দিন বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান এবং বিশ্রাম নেন বলে পরের দিন কোরবানি দিয়ে থাকেন।

শহরের মাসদাইর এলাকায় দ্বিতীয় দিনে গরু কোরবানি করেন আহমেদ। তিনি জানান, আমি ঈদের দিন বিশ্রাম নিয়েছি এবং কসাইও ঈদের দিন পাইনি। তাই আজ কোরবানি দিচ্ছি। আজ কসাই পাওয়া গেছে। তাই কোরবানি দিচ্ছি। কোনো সমস্যা হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।