ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
রূপগঞ্জে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ সুমি বেগম (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১।

বৃহস্পতিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম।

গ্রেপ্তার সুমি লক্ষ্মীপুরের নতুন বাজার এলাকার সেলিম আহমেদের স্ত্রী।

র‍্যাব জানায়, রূপগঞ্জের সাওঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৯ হাজার ৬৩০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

ওই নারীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।