ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, জুন ১২, ২০২৪
নরসিংদীতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নরসিংদী: জেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর হোসেন (৩২) নামে এক বালু ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে সদর উপজেলার পাঁচদোনা-ডাংগা সড়কের আমদিয়া ইউনিয়নের মাথরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর হোসেন পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আমজদা হোসেনের ছেলে। তিনি বালুর ব্যবসা করতেন।

নিহত নুরের চাচাতো ভাই কাজল মিয়া জানায়, আজ (মঙ্গলবার) সকালে নুর হোসেন ব্যবসার কাজে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে পাঁচদোনা যান। পরে বিকেল সোয়া ৫টায় পাঁচদোনা থেকে নিজ বাড়িতে ফেরার সময় সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের মাথরা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে নুরের মৃত্যু হয়। এছাড়া অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও সেখানে মরদেহ পাওয়া যায়নি। সেখানে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ছিল। ঘটনার বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, জুন ১২, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।