ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় জাল টাকার কারখানার সন্ধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জুন ৮, ২০২৪
ঢাকায় জাল টাকার কারখানার সন্ধান ফাইল ছবি

ঢাকা: রাজধানীর কদমতলীর দনিয়ায় কোটি টাকার জাল নোটসহ সেগুলো তৈরির কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (০৮ জুন) সকালে ডিবি লালবাগ বিভাগের অভিযানে জাল টাকার মাফিয়া জাকিরকে আটক করা হয়েছে।

ডিবি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান জানান, দনিয়ায় কারখানাসহ কোটি টাকার জাল নোটের সন্ধান পাওয়া গেছে। অভিযানে জাল টাকার মাফিয়া মাফিয়া জাকিরকে আটক করা হয়েছে। কারখানায় অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, জুন ০৮, ২০২৪
পিএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।