ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে ট্রেনের ধাক্কায় একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জুন ৭, ২০২৪
বাজিতপুরে ট্রেনের ধাক্কায় একজন নিহত ফাইল ছবি

কিশোরগঞ্জ: জেলার বাজিতপুর উপজেলায় আন্তঃনগর এগারসিন্ধুর গোধূলী ট্রেনের ধাক্কায় রুকন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (০৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলার সরারচর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুকন মিয়া জেলার বাজিতপুর উপজেলায় হালিমপুর ইউনিয়নের পিপড়াদী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্ধুর গোধূলী ট্রেন সরারচর স্টেশনে প্রবেশ করছিল। এ সময় সেখানে অবস্থানরত রুকন মিয়াকে ট্রেনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

সরারচর রেলওয়ে স্টেশনের মাস্টার রতিশ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুন ০৭, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।