ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ৪৭ কেজি গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুন ৭, ২০২৪
নওগাঁয় ৪৭ কেজি গাঁজাসহ আটক ৩

নওগাঁ: নওগাঁর পত্নীতলা থেকে সাড়ে ৪৭ কেজি গাঁজাসহ সংঘবদ্ধ মাদকচক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৭ জুন) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্প।

 

এর আগে বৃহস্পতিবার (৬ জুন) রাত ২টার দিকে উপজেলার ঘোষনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পত্নীতলার ঘোষনগর এলাকার নবীর উদ্দিনের ছেলে নুর নবী (৩৮), চাঁপড়া এলাকার রামপদের ছেলে রজনী কান্ত (৩২) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার দেউপাড়া এলাকার ইসাহাকের ছেলে মো. নবী (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পত্নীতলা ঘোষনগর গ্রামের মোসলেমের মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে ওই তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা দুটি বস্তা তল্লাশি করে সাড়ে ৪৭ কেজি গাঁজা পেয়ে জব্দ করা হয়। আটকরা সংবদ্ধ মাদকচক্রের সদস্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুন ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।