ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরের হত্যা মামলার প্রধান আসামি মেহেরপুরে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জুন ২, ২০২৪
নাটোরের হত্যা মামলার প্রধান আসামি মেহেরপুরে গ্রেপ্তার

মেহেরপুর: নাটোরের গুরুদাসপুর থানার একটি হত্যা মামলায় আত্মগোপনে থাকা প্রধান আসামি মো. হায়দার আলীকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (২ জুন) ভোরের দিকে গাংনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইছাহাক আলীর বাড়িকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর কোম্পানি কমান্ডার এএসপি মো. মনিরুজ্জামান এ গ্রেপ্তার অভিযানটির নেতৃত্ব দেন।

গ্রেপ্তার হায়দার নাটোরের গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের মো. আশরাফ আলীর ছেলে।  

হায়দার নাটোরের গুরুদাসপুর থানায় একটি মামলার এজাহার নামীয় প্রধান আসামি। তিনি পলাতক ছিলেন।

এএসপি মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হায়দারকে কোম্পানি কমান্ডার, সিপিসি-২, নাটোর, র‌্যাব-৫ রাজশাহীর কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুন ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।