ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পেকুয়ায় পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুন ১, ২০২৪
পেকুয়ায় পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু প্রতীকী ছবি।

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে পড়ে জন্নাতুল মাওয়া (৪) ও সিজাত মনিরা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) সকালে উপজেলার  বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

 

জন্নাতুল ওই এলাকার জহিরুল আলমের মেয়ে। আর মনিরা টইটং ইউনিয়নের মধুখালী এলাকার বেলাল উদ্দিনের মেয়ে এবং জহিরুলের নাতনী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলমগীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে দুই শিশু পাশের বাড়ির উঠানে খেলাধুলার একপর্যায়ে পুকুরে পড়ে যায়। পরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে খোঁজাখুঁজি করলে তাদের পুকুরে ভাসতে দেখেন স্বজনরা। এ সময় স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, সকাল ৮টার দিকে পুকুরের পানিতে পড়া দুই শিশুকে এনেছিল স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।  

এদিকে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ০১, ২০২৪
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।