ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুন ১, ২০২৪
সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় রেজাউল করিম (৪৫) নামে এক চালককে শ্বাসরোধ করে হত্যা করে ব্যাটারিচালিত অটোভ্যান গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  

শনিবার (১ জুন) সকালে সলঙ্গা থানার বাসুদেবকোল এলাকা থেকে নিহতের হাত-পা বাঁধা মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত রেজাউল করিম সলঙ্গা থানার দত্তকুশা কামার পাড়া গ্রামের রমজান আলীর ছেলে।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন আহম্মেদ জানান, রেজাউল করিম শুক্রবার রাতে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে কাজে বের হয়ে আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে বাসুদেবকোল এলাকায় রাস্তার পাশে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে ভ্যানগাড়িটি ছিনতাই করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুন ১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।