ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা নদী বন্দর থেকে লঞ্চ চলাচল শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ২৮, ২০২৪
ঢাকা নদী বন্দর থেকে লঞ্চ চলাচল শুরু

ঢাকা: ঘূর্ণিঝড় রিমালের প্রভাব শেষ হওয়ায় অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

আবহাওয়া সংকেত অনুসরণ করে মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২টা থেকে ঢাকা নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের লঞ্চগুলো পুনরায় চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ এ তথ্য জানিয়েছেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে গত ২৫ মে রাত ১০টা থেকে অভ্যন্তরীণ নৌপথের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।