ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর চীন সফর সামনে রেখে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মে ২৬, ২০২৪
প্রধানমন্ত্রীর চীন সফর সামনে রেখে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর সামনে রেখে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। সেখানে তিনি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন।

রোববার (২৬ মে) পররাষ্ট্রসচিব সাংবাদিকদের বলেন, সামনের মাসে পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনার জন্য আমি বেইজিং যাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আলাপ আলোচনা হবে। তারিখ নিয়ে আলোচনা করব। ’

আগামী ৩ জুন বেইজিংয়ে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হবে। ওই বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী জুলাই মাসে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রী চীন সফরের আমন্ত্রণ গ্রহণও করেছেন। পররাষ্ট্রসচিবের সফরে প্রধানমন্ত্রীর বেইজিং সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মে ২৬, ২০২৪
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।