ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, মে ২৬, ২০২৪
ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ভোলা: ভোলার চরফ্যাশনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইমন (২০) ও মো. তানজিদ (১৯) ইমন নামে দুই যুবক নিহত হয়েছেন।  

শনিবার (২৫ মে) সন্ধ্যায় চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের বিআরডিবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের আ. মতিনের ছেলে এবং তানজিদ ইমন জিন্নাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুর হোসেন মাঝির ছেলে।

চরফ্যাশন থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে দক্ষিণ দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে আসতেছিল এ সময় অপর দিক থেকে আসা একটি টমটমকে সাইট দিতে গিয়ে মোটরসাইকেলে থাকা দুই জনই রাস্তায় শটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. রেবেকা বেগম দুই যুবককে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আসার আগেই যুবকদের মৃত্যু হয়েছে।  

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় দুই যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, মে ২৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।