ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন কিশোরগঞ্জের ৩ উপজেলার চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মে ২০, ২০২৪
শপথ নিলেন কিশোরগঞ্জের ৩ উপজেলার চেয়ারম্যান

কিশোরগঞ্জ: জেলার কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২০ মে) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের শপথ পড়ান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

 

এসময় শপথ নেন- কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন, হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন।  

এছাড়া, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিফাত উদ্দিন আহমেদ বচন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, হোসেনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আল আমিন অপু, মহিলা ভাইস চেয়ারম্যান ছাবিয়া পারভীন জেনি, পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফজলুল হক বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল শপথ নেন।  

প্রসঙ্গত, গত ৮মে প্রথম ধাপে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মে ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।