ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মে ১৬, ২০২৪
গফরগাঁওয়ে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে লাইনে থেমে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা ৬টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।  

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আল হারুন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে সন্ধ্যা ৬টার দিকে ত্রুটি দেখা দেয়। এর পর থেকেই ট্রেনটি গফরগাঁও স্টেশনের এক নম্বর লাইনে দাঁড়িয়ে আছে। তবে দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সচল রয়েছে।

তিনি আর জানান, এ ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন রওনা হয়েছে। সেটি এলে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।