ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ডিমলায় আগুনে ১০টি ঘর ভষ্মীভূত, প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, মে ১৫, ২০২৪
ডিমলায় আগুনে ১০টি ঘর ভষ্মীভূত, প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

নীলফামারী: নীলফামারী ডিমলায় আগুনে পুড়ে ১০টি বসতবাড়ি ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট গ্রামে মৃত মতিউর রহমানের পুত্র ওবায়দুল ইসলামের বাড়িতে।

জানা যায়, মঙ্গলবার (১৪ মে) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসীরা বলেন- বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে আগুনের লেলিহান শিখা মূহূর্তেই আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়। খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসসহ এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিমলা ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. মোজাম্মেল হক ও লিডার নুর মোহাম্মদ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে পুড়ে ছাই হয়ে যায়। তারা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কারণে আগুনের সূত্রপাত ঘটেছে।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, মে ১৫, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।