ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রামগড়ে পরাজিত প্রার্থীর বিরুদ্ধে বিজয়ী প্রার্থীর সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মে ১৪, ২০২৪
রামগড়ে পরাজিত প্রার্থীর বিরুদ্ধে বিজয়ী প্রার্থীর সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী আব্দুল কাদের কর্তৃক নির্বাচন নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে পাল্টা সংবাদ সম্মেলন করেছে বিজয়ী প্রার্থী বিশ্ব কুমার কার্বারী।

মঙ্গলবার (১৪ মে) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

 

এতে আরও উপস্থিত ছিলেন রামগড় পৌর মেয়র রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, সহ সভাপতি মনিন্দ্র ত্রিপুরা প্রমুখ।

সংবাদ সম্মেলনে বিজয়ী প্রার্থী অভিযোগ করে বলেন, পরাজিত প্রার্থী রামগড় পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের নির্বাচন শেষ হওয়ার চার দিন পর ঢাকায় সংবাদ সম্মেলন করে নির্বাচনে কারচুপি, অনিয়ম, কেন্দ্র দখল এবং কর্মী সমর্থকদের হামলার অভিযোগ করেছে যা ভিত্তিহীন। পরাজিত প্রার্থী সংবাদ সম্মেলনে বানোয়াট অভিযোগ করে আওয়ামী লীগকে কলুষিত করেছেন।  

সংবাদ সম্মেলনে আব্দুল কাদেরের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মে ১৪, ২০২৪
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।