ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ২৫টি ককটেল-হাতবোমা নিষ্ক্রিয় করল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ১১, ২০২৪
গাংনীতে ২৫টি ককটেল-হাতবোমা নিষ্ক্রিয় করল পুলিশ প্রতীকী ছবি

মেহেরপুর: মজুত করে রাখা ২৫টি ককটেল-হাতবোমা নিষ্ক্রিয় করল গাংনী থানা পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে গাংনী থানা চত্বরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

ডিএমপির উপপরিদর্শক (এসআই) গোলাম মর্তূজার নেতৃত্বে ৫ সদস্যের একটি বোম ডিসপোজাল ইউনিট গাংনী থানা চত্বরে বোমাগুলো নিষ্ক্রিয় করে।

গাংনী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে গাংনী উপজেলার বিভিন্ন এলাকা থেকে এই বোমাগুলো উদ্ধার করে মজুত করে রাখা হয়েছিল।

মজুত করা বোমা থেকে যাতে থানা চত্বরে কোনো বিপত্তি না ঘটে সেই জন্যই বোমাগুলো নিষ্ক্রিয় করা হয় বলে জানায় পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বোমা নিষ্ক্রিয় করার ঘটনা নতুন কিছু নয়, এটা নিয়মিতই করা হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মে ১১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।