ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মে ৫, ২০২৪
নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বেল্লাল ভুঁইয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

শনিবার (৪ মে) রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কৃষক বেল্লাল বোরো ধান মাড়াই করার আয়োজন করেন। এসময় ধান মাড়াই করার জায়গায় আলোর ব্যবস্থা করার জন্য নিজ ঘর থেকে বৈদ্যুতিক সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবশত তারে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর হন।
 পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার শিপন পাল বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়ছিল।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠনো হয়েছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানোর কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মে ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।