ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, মে ৩, ২০২৪
ট্রাকে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২ ছবি: সংগৃহীত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে থেমে থাকা ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পিকআপভ্যানের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ মে) ভোরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর থানার কুমুরিয়া এলাকার মো. পান্নু মিয়ার ছেলে শামীম (১৮) ও কুড়িগ্রামের ভুঙ্গামারী থানার দাইয়ের পাড় এলাকার মো. আব্দুল সাত্তারের ছেলে আবুল কাসেম (২১)। তারা দুইজন ওই পিকআপের হেলপার ছিলেন।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মুরগিবোঝাই একটি পিকআপভ্যান নিয়ে চালকসহ দুই হেলপার টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে তাদের পিকআপটি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছায়। এ সময় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ওই পিকআপটি ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও দুই হেলপারসহ তিনজন গুরুতর আহত হযন। পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শামীম ও আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন।  

ট্রাক ও পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানা পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মে ৩, ২০২৪
আরএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।