ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় আগুনে পুড়ল ৭০ বিঘা পানের বরজ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, মে ২, ২০২৪
আলমডাঙ্গায় আগুনে পুড়ল ৭০ বিঘা পানের বরজ 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাঠের অন্তত ৭০ বিঘা পানের বরজ পুড়ে গেছে।

 

বুধবার (১ মে) রাত ৮টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের শ্রীনগর-নারায়ণপুরে গ্রামের ধাবগাড়ির ফসলি মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

স্থানীয়রা জানায়, আনুমানিক রাত ৮টার দিকে হঠাৎ পানের বরজে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা মাঠের পর মাঠে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৭০ বিঘা পানের বরজ আগুনে পুড়ে গেছে।  

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা জামজামি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পাশাপাশি গ্রামবাসীরাও সহযোগিতা করছেন।

আলমডাঙ্গা ফায়ার স্টেশনের লিডার আবুল হাসান মোল্লা বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। আলমডাঙ্গার সঙ্গে হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতি পরিমাণ অনেক। আগুন নিয়ন্ত্রণের পর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মে ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।